আনোয়ার সুলতান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকা থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। নিহতের নাম আ. ছালাম (৫০)।
শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকার এক্সেল লোড কন্ট্রোলের পাশ থেকে ওই কৃষকের মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছালাম (৫০) ঢাকার ধামরাই উপজেলার হাতকোড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।