ধুনটে বিনা মূল্যে বই বিতরণ উৎসব

জিল্লুর রহমান, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা চত্তরে মাঝে এ বই বিতরণ উৎসব পালিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে বইতুলে দেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআই এম নুরুন্নবী তারিক।

এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদবাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ, শিক্ষা অফিসার কামরুল হাসান, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ধুনট পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা।