নওগাঁয় আশা’র ৩২৫ পিছ কম্বল হস্তান্তর

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ প্রতিনিধি: দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা আশা-নওগাঁ জেলার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলাপ্রশাসক মিজানুর রহমান এর নিকট শীতার্ত মানুষের জন্য ৩২৫ পিচ শীতবস্ত্র হস্তান্তর করেন আশা-নওগাঁ সদর জেলার জেলাব্যবস্থাপক মোঃ মামুন অর রশিদ। অনুষ্ঠানে আশা-নওগাঁ জেলার জেলাব্যবস্থাপক জেলা প্রশাসককে আশার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন। জেলা প্রশাসক বিভিন্ন সামাজিক কাজে আশা-নওগাঁ জেলার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানান।

শীতবস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে আশা-নওগাঁ জেলার সদর অঞ্চলের আরএম আবুল কালাম আজাদ, এএসই মোঃ আলী সুলতান মাহমুদ, নওগাঁ সদর-০১ ব্রাঞ্চের বিএম আলমগীর আকতার, বালুডাঙ্গা ব্রাঞ্চের বিএম মুক্তার হোসেন, এ্যাসিসটেন্ট ম্যানেজার (এমএমএমই) তৌহিদুল ইসলাম এবং সকল এবিএমগন উপস্থিত ছিলেন।