নন্দীগ্রামে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা

অদ্বৈত কুমার আকাশ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সদস্য ও জেলা পরিষদের কাউন্সিলর আনোয়ার হোসেন রানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফজিন্নাহ, আ’লীগ নেতা শফি উদ্দিন, মুকুল হোসেন, মিজানুর রহমান, মোজাম্মেল হক, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আনন্দ কুমার ও কামরুল হাসান সবুজ প্রমূখ।