“নেক্সাস ৯৩” বন্ধু সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: আমরা টুটিবো তিমির রাত, আমরা আনিবো রাঙা প্রভাত-এই প্রত্যয়ে, দ্বীপজেলা ভোলার মধ্যমণি লালমোহনের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন মডেল হাইস্কুলের অবিস্মরণীয় এসএসসি ব্যাচ ১৯৯৩ সহপাঠীদের বন্ধু সংগঠন “নেক্সাস ৯৩” এর সম্মিলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

২জানুয়ারি বিকেল চারটায় লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য প্রভাষক শাহাবুদ্দিন রিপন শানের সভাপতিত্বে, সদস্য মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের প্রথম পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন পাঞ্চায়েত। মূলপর্বে উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ক্রমে-নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের বাংলা প্রভাষক, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কবি রিপন শান কে সভাপতি, হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও লালমোহন পৌর বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট “নেক্সাস ৯৩” এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটির নির্বাচিত সহসভাপতি গণ হলেন- ধলিগৌরনগর কলেজের শিক্ষক সাংবাদিক রসুল মোঃ রুবেল, প্রাথমিক শিক্ষক নেতা মোঃ মামুনুর রশিদ ও সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি শিক্ষক গবেষক মোসলেউদ্দিন রিফাত। নির্বাহী সদস্যগণ হলেন-লালমোহন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুস সাত্তার, বিশিষ্ট তরুণ ব্যবসায়ী মাহবুবুর রহমান শামীম ও সমাজকর্মী মোশারফ হোসেন মনজু।

যুগ্ম সম্পাদক গণ হলেন-আশরাফুল জুমলাত উজ্জ্বল ও প্রভাষক কামরুল হোসেন সোহাগ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন-শহিদুল ইসলাম ঝন্টু পাঞ্চায়েত, আব্দুল মতিন মুন্সী ও ধলীগৌরনগর কলেজের সমাজ বিজ্ঞান প্রভাষক মোঃ আসাদ উল্লাহ। নির্বাচিত সম্পাদক গণ হলেন-লিটন কুমার রায় (অর্থ), মনিরুজ্জামান রতন (দপ্তর), মিজানুর রহমান মিজান (শিক্ষা, ক্রীড়া ও সমাজকল্যাণ), পরিমল রায় বাদল (প্রচার ও প্রকাশনা), সাংবাদিক ফয়েজ ফ্যাসন (সাহিত্য ও সংস্কৃতি), নাজমুল হোসেন (তথ্য ও গবেষণা), মনিরুল ইসলাম (ধর্ম, বিজ্ঞান ও আইসিটি ), মোঃ কামাল হোসেন ( মুক্তিযুদ্ধ ও মানবসম্পদ)।

২০২১ সালের ২জানুয়ারি পর্যন্ত নির্বাচিত এই কমিটি বন্ধুত্বের বিকাশ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, স্হানীয় ঐতিহ্য ও কৃষ্টির লালন, নিরাপদ সড়ক ও নৌপথ বাস্তবায়ন, গুণীজন স্মরণ ও সম্মাননা, দুর্নীতি প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা, মাদকের বিরুদ্ধে জিহাদ সহ নানান গণমুখী কাজ করবে।