নড়াইলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন, পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ আজ ১ জানুয়ারি ২০১৯ নড়াইলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএমকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন নড়াইলের যুব সমাজ।

নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় নড়াইলের যুব সমাজেরটিম তারণ্য-১০০ এর সদস্যদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদজসিম উদ্দিন, (পিপিএম)কে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় শুভেচ্ছা প্রদানকারী টিম তারণ্য-১০০ এর সদস্যরা জানায়, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম একজন মহৎপ্রাণ মানুষ। অন্যায়ের সাথে আপোষহীন এই মানুষটির অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিক নির্দেশনার ফলে নড়াইলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনী কাজে কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশের মুখোমুখি হতে হয়নি পুলিশ সদস্যদের।

মূলত একাদশ জাতীয়সংসদ নির্বাচন এভাবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পাদিত হওয়ায় টিম তারণ্য-১০০ এর সদস্যরা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষভাবে পরিচালনা করায় নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে কোনোরূপ অবহেলা করা হয়নি। যার ফলশ্রুতিতে সাধারণ ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগে সক্ষম হয়েছেন।