রূপালী ব্যাংকের দিলকুশা স্থানীয় কার্যালয়ের তিন কর্মকর্তাকে চার্জশিট থেকে অব্যাহতি পাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তাদের তলব করেছেন হাইকোর্ট। ঋণ জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় পাঁচ বছর আগে অব্যাহতি পেয়েছিলেন তারা।
আগামী ১৩ ফেব্রুয়ারি ওই কার্যালয়ের তিন সাবেক কর্মকতাকে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে।
তারা হলেন, সাবেক উপমহাব্যবস্থাপক বর্তমানে মহাব্যবস্থাপক এসএম আতিকুর রহমান, সাবেক সহকারী মহাব্যবস্থাপক বর্তমানে উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আলী ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবদুস সামাদ সরকার।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ মামলায় দণ্ডিত এক ব্যক্তির জামিন আবেদনের শুনানিকালে বিষয়টি নজরে আসলে স্বতঃপ্রণোদিত হয়ে মঙ্গলবার এই আদেশ দেন।