পাহাড়সম রান করেও জিততে পারলনা সিলেট সিক্সার্স

আবুল হাসনাত, কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ বিপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিটন দাসকে হারানোর পর একাই সিলেট সিক্সার্সকে নিয়ে যান ৮৫ রান করা সাব্বির রহমান| বিপিএলে সর্ব্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন| সাথে যোগ হন উইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরান ৪৭ রান করেন তিনি|

তাদের সংগ্রহে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৪ রান করে সিলেট সিক্সার্স। পরে রান তাড়া করতেই নেমে গেইলকে হারালেও রাইলি রুশো প্রথম বিপিএল খেলতে আসা এবিডি ভিলিয়ার্স জয়ের কাছাকাছি নিয়ে যান|

শেষ দুই ওভারে ২৪ রান লাগে সেই সময় তাসকিনের স্লোয়ার ডেলিভারিতে মিথুন আউট হলে কঠিন হয়ে পড়ে কিন্তু ফরহাদ রেজার এবং মাশরাফি বিন মর্তুজার সাবধনাতার ব্যাটিংয়ের ৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় রংপুর রাইডার্স।

রংপুরের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন রাইলি রুশো।