বিন্তু দাস, গৌরনদী উপজেলা প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও মেধা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০১৯।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। ২২ জানুয়ারী মঙ্গলবাড় সকাল ৯ টায় শুরু হয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে বিকেল ৫ টায় বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, মোঃ রফিকুল ইসলাম রাজার সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৫টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলচিড়া ইউপি চেয়ারম্যান ওগৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক গেলাম হাফিজ মৃধা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহিদা আক্তার, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দিলীপ।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসহুরা বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক পিরিন্স রোনাল্ড বেপারী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা এনামুল হক মিঠু।শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।