বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপেজলায় ৭ম শ্রেণীর এক ছাত্রী গণ ধর্ষনের শিকার হয়েছে। আর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১ মহিলা সহ ২ জনকে গ্রেফতার করেছে।
অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, উপেজলার চতরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের উক্ত ছাত্রী গত ১২ জানুয়ারী বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য চতরা ধাপেরহাট টেম্পু ষ্ট্যান্ড সংলগ্ন এমদাদুল হকের ভাড়া বাসায় যায়।
এ দিকে সন্ধ্যা ঘনিয়ে গেলও ওই ছাত্রী বাড়ি না ফেরায় তার অবিভাবকরা বিভন্ন স্থানে খোঁজ নিতে থাকে। এ ভাবে ৫ দিন অতিবাহিত হওয়ার পর গোপনে সংবাদপেয়ে এলাকাবাসী ১৭ জানুয়ারী ওই ছাত্রীকে এমদাদুলের বাড়ি থেকে উদ্ধার করে। পরে ছাত্রীটি গণ ধষর্নের কথা ফাঁস করেন।
এ ব্যাপারে মাহফুজার, শিরনা, গোলাম মোস্তফা, আলমগীর, খোকন ওজিয়া সহ সাত জনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ শুক্রবার দিবাগত রাতে মাহফুজার ও এমদাদুল হকের স্ত্রী শিরীনাকে গ্রেফতার করেছে।
ধর্ষিতাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, অন্য আসামীদেরর গ্রেফতারের চেষ্টা চলছে।