পোরজনা এম.এন উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘শিক্ষার জন্য এসো আর মানুষের কল্যাণে বেরিয়ে যাও’এই প্রতিপাদ্য নিয়ে পোরজনা এম.এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় এবং নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরে পোরজনা এম.এন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ কামরুজ্জামান পলাশ।

এ অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন পোরজনা এম.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়ারেছ আলী, সহকারি শিক্ষক আবু সাইদ, মোঃ আলতাফ হোসেন, হাবিবুর রহমান হাবিব, মোঃ জুলফিকার আলী ভূট্টো, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফিরোজ হোসেন, বাবুল হোসেন, শাহজাদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এম, এ জাফর লিটন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সাংবাদিক জেলহক হোসাইন প্রমুখ।

এছাড়া পাবনা ও কুষ্টিয়ার শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।