চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা। এদিকে দিন যতো গড়াচ্ছে ততোই জমে উঠছে বিপিএল। এদিকে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে করলেন পাঁচ হাজার রান। এদিকে ২৯ জানুয়ারি মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে দারুণ এক হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পথে এ কীর্তি গড়েন এ ড্যাশিং ওপেনার। এদিকে মাঠে নামার আগে এ মাইলফলক থেকে ২৫ রান দূরে ছিলেন তামিম।
শেষ পর্যন্ত ব্যাট করে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন তামিম ইকবাল। তাছাড়া তামিম ইকবাল খেলেছেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। আর তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০২৯ রান হলো তামিমের। মোট ১৮৭টি ম্যাচে ১৮৬ ইনিংস ব্যাট করে ৩৩টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরির সাহায্যে এ রান করেছেন তিনি।
এদিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে তার পড়েই আছেন সাকিব। এদিকে ২৬৪ ইনিংসে সাকিবের সংগ্রহ ৪৬৬৭ রান। এ রানের মধ্যে ১৬৬৩ রান এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ৫৪টি ম্যাচ খেলে এ রান করেছেন। যা এ টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান।
তাছাড়া বাংলাদেশ ছাড়াও পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপ, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ও নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে খেলেছেন তামিম। এছাড়া খেলেছেন বিশ্ব একাদশেও। সব মিলিয়ে টি-টোয়েন্টি খেলেছেন মোট ১৭টি দলে।