সাইফুল ইসলাম, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এন.এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে।
১১ জানুয়ারি বকশিগঞ্জ সরকারি কে.ইউ কলেজ মাঠে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ডাঃ হুমায়ূনকবির অলি, সাংবাদিক এমদাদুল হক লালন, মোবারক, গোলাম মোস্তফা লিখন,সীমা, মহসিনা জামান মিলু প্রমূখ।