খালিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে আপেল (৩০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দিন গতরাতে উপজেলার ছাতারপুকুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আপেল গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার দিপ্তীর পুত্র বলে জানা গেছে।
শুক্রবার (১১ জানুয়ারি) সকালে নিহতের পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করে। তিনি পেশায় একজন ব্যবসায়ী বলে জানিয়েছে তার পরিবার।
কাহালু থানার ভারপ্রাপ্ত ওসি শওকত কবির জানান, রাতে খবর পেয়ে উপজেলার বারমাইল-নামুজা সড়কের ছাতারপুকুর এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।