বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে রাজশাহী-সিলেট

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা। এদিকে দিন যতো গড়াচ্ছে ততোই জমে উঠছে বিপিএল। এদিকে বিপিএল এবারের আসরে প্লে-অফে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মরিয়া সবগুলো দলই। এদিকে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে অবস্থান করছে সিলেট সিক্সার্স। ১০ ম্যাচ খেলে তাদের জয় মাত্র ৪ ম্যাচে। অন্যদিকে, ১১ ম্যাচ খেলে ৫টি ম্যাচে জিতেছে রাজশাহী কিংস। শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রাজশাহী ও সিলেটের।

এদিকে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী কিংসের মুখোমুখি হবে সিলেট। হারলেই লীগপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। এদিকে লীগপর্বে নিজেদের শেষ ম্যাচ আজ রাজশাহীর। জিততে না পারলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। তাই জেতার জন্যই নামবে রাজশাহীর।

অপরদিকে দিনের প্রথম ম্যাচে একই ভেন্যুতে স্বাগতিক চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। টানা তিন ম্যাচ হেরে বেকায়দায় পড়ে গেছে বিপিএলের শুরুর দিকে টানা কয়েকদিন শীর্ষে থাকা সাকিব আল হাসানের দলটি। আজ হারলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে তাদের। চিটাগংও বেশ কিছুদিন শীর্ষে থাকার পর নিজেদের মাটিতে এসে টানা ৩ ম্যাচ হেরে বিপাকে পড়ে গেছে। তবে আজ হারলেও টিকে থাকবে তারা প্লে-অফে ওঠার লড়াইয়ে।

কিন্তু ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মুশফিকুর রহীমের দলটি। এদিকে চট্টগ্রামে শীর্ষস্থানে থেকে এসেছিল চিটাগং ভাইকিংস। কিন্তু তা ধরে রাখতে পারেনি বাজে পারফর্মেন্সের কারণে। ঘরের মাঠে স্বাগতিক দর্শকদের বিপুল সমর্থন পেয়েও দলটি টানা তিন ম্যাচ হেরে গেছে। কিন্তু ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত নিরাপদ অবস্থান তিন নম্বরেই আছে তারা।

অন্যদিকে হ্যাটট্রিক হারের পর চারে নেমে যাওয়া ঢাকা যদিও নেট রানরেটের কারণে সুবিধাজনক অবস্থানে, এরপরও আজ হেরে গেলে দুঃশ্চিন্তার ভাঁজ পড়বে ঢাকার তাঁবুতে। কারণ এখনও মাত্র ১০ পয়েন্ট তাদের। আজ দশম ম্যাচে তাই জয় পাওয়া জরুরী সাকিবদের। অতীব গুরুত্বপূর্ণ এ ম্যাচটি দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।

এদিকে সাগরিকার উইকেটে যেভাবে রান হয়েছে প্রতিটি ম্যাচে, আজও শক্ত এ দু’টি দলের মধ্যে মূলত ব্যাটিং পারফর্মেন্সই পার্থক্য গড়ে দিতে পারে। সেদিক থেকে শক্তিমত্তায় চিটাগংয়ের চেয়ে এগিয়ে ঢাকা। তবে এরপরও প্রথম সাক্ষাতে ঢাকাকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল চিটাগং। সেটিই এখন তাদের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে আজ।