বিএনপিকে সংসদে বিরোধীদলের রাখার আহ্বান ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপিকে নালিশের রাজনীতি বাদ দিয়ে সংসদে এসে বিরোধীদল হিসেবে ভূমিকা রাখতে বলেছেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে না এলে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে।

সেতুমন্ত্রী বলেন, ‘তারা বিরোধী দল, তাদের এখন উচিত সংসদে যোগ দেয়া, সংসদে গিয়ে কথা বলা। তাদের যে নির্বাচিত সদস্যরা আছেন, আমি মনে করি তাদের অনতিবিলম্বে শপথ নিয়ে সংসদের কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত। যদি তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে চান, অন্যথা অস্তিত্বই তাদের বিপন্ন হবে।’

ড. কামাল হোসেন অভিযোগ বিষয়ে কাদের বলেন, তারা নিজেরাই বুঝিয়ে দিয়েছেন তাদের মাঝে ভাঙনের তাণ্ডব চলছে। তারা হয়তো প্রকাশ্যে বলছেন না। তারা যে এলাকা থেকে নির্বাচিত তারা ভোটারদের প্রেশারে আছেন। কেন্দ্রীয় নেতাদের চাপে তারা কতদিন শপথ না নিয়ে থাকতে পারেন দেখা যাক।