বিপিএল ইতিহাসের এই রেকর্ড এখন শুধুই রাইলি রুশোর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এতদিন নিজের করে রেখেছিলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে ১২ ম্যাচে ৪৮৬ রান করেছিলেন তিনি।

কিন্তু এবার শেহজাদের সেই রেকর্ডটি ভেঙ্গে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশো। চলতি আসরে রংপুর রাইডার্সের জার্সিতে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন রুশো। ১১ ম্যাচে তিনি মোট ৫১৪ রান করেছেন।

যা কিনা বিপিএলের ইতিহাসে এখন পর্যন্ত এক আসরে সর্বোচ্চ রান। একই সঙ্গে এই রান তাকে চলতি আসরে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নেমে ৫৫ রানের দারুণ এক ইনিংস খেলেন রুশো।

আর এতেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। এখন পর্যন্ত রুশো এই আসরে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।