চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। ইংল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৩০ মে। আর আসন্ন এই আসরকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
প্রস্তুতি ম্যাচের সূচিতে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আর প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত ও পাকিস্তানকে। আগামী ২৬ মে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
এরপর আগামী ২৮ মে ভারতের বিপক্ষে কার্ডিফে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ মিশনের মূল পর্বে মাঠে নামবে বাংলাদেশ।
একনজরে আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর প্রস্তুতি ম্যাচের সূচিঃ
পাকিস্তান বনাম আফগানিস্তান (২৪ মে ২০১৯)
শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা (২৪ মে ২০১৯)
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (২৫ মে ২০১৯)
ভারত বনাম নিউজিল্যান্ড (২৫ মে ২০১৯)
বাংলাদেশ বনাম পাকিস্তান (২৬ মে ২০১৯)
দক্ষিণ আফ্রিকা বনাম উইন্ডিজ (২৬ মে ২০১৯)
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা (২৭ মে ২০১৯)
ইংল্যান্ড বনাম আফগানিস্তান (২৭ মে ২০১৯)
বাংলাদেশ বনাম ভারত (২৮ মে ২০১৯)
উইন্ডিজ বনাম নিউজিল্যান্ড (২৮ মে ২০১৯)