বেনাপোলে ৫৯০ বোতল ফেন্সিডিল জব্দ

জয়নাল আবেদীন, বেনাপোল(যশোর)প্র‌তি‌নি‌ধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি।

সোমবার সকা‌লে বেনাপোল সীমান্তের অভয়বাস মাঠ থেকে এই ফেন্সিডিল জব্দ করে বিজিবি ।

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, সীমান্ত পথে ভারত থেকে ফেন্সিডিলের একটি চালান দে‌শে আস‌ছে। এমন সংবাদে বিজিবি সদস্যরা সীমান্তে টহল বাড়িয়ে দেয়। এক পর্যায়ে ওই চোরাচালানীরা ভারত সীমান্তবর্তী এলাকা পাচভুলোট গ্রামের মাঠ অতিক্রম করার সময় তাদের ধাওয়া করলে মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে তার ভেতর থেকে ৫৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান জব্দকৃত ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।