ভবিষ্যত ভারতীয় ব্যাটিংয় তারকা শুভমন

তরুণ প্রতিভার ব্যাটিং দেখে কোহলি বলেছেন ১৯ বছর বয়সে এমন প্রতিভার দশ শতাংশও নাকি ছিল না বিরাটের৷ এদিকে হ্যামিলটনে সেই প্রতিভারই আত্মপ্রকাশ হয়ে গেল এদিন৷ আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়ে গেল শুভমন গিলের৷

এর আগে নিউজিল্যান্ডের মাটিতেই গত বছর ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের প্রধান কাণ্ডারি ছিলেন শুভমন৷ কিউয়িভূমেই এবার আন্তর্জাতিক অভিষেক৷ বৃত্ত সম্পূর্ণ হল গিলের৷ বয়েজ ক্রিকেট থেকে এবার পা রাখলেন সিনিয়র ক্রিকেটে৷

এবার হ্যামিলটনে ধোনির হাত থেকে অভিষেক ক্যাপ পেলেন শুভমন৷ কিউয়িদের বিরুদ্ধে অভিষেকটা অবশ্য সুখকর হল না শুভমনের৷ কোহলি বিশ্রামে থাকায় এদিন তাঁর জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানেই ২১ বলে বোল্টের শিকার হয়ে ডানহাতি প্রতিশ্রুতিমান ব্যাটসম্যানকে প্যাভিলিয়ন ফিরতে হয়৷ প্রাক্তনরা অবশ্য শুভমনকে নিয়ে আশাবাদী৷

এদিকে ম্যাচ শেষে সাবেক ক্রিকেটার সুনীল গাবাস্কার মেন ইন ব্লু’র সংসারের এই নবাগত ক্রিকেটারকে নিয়ে বলেন, ‘অভিষেকের দিনটা নার্ভাস থাকলেও ভবিষ্যতে ভারতীয় ব্যাটিংয়ে তারকা হওয়ার সবরকম যোগ্যতা রাখে শুভমন৷’