জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ আজ ৮ জানুয়ারি (মঙ্গলবার) পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভাইয়ের মৃত্যু শুনে জানতে পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বোন।
সোমবার রাতে উপজেলার বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটেছে। একই সময়ে ভাই-বোনের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
নিহতর পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার বাহেচর গ্রামের জয়নুল আবেদিন মল্লিক (৮০) দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত রোধে শয্যাশয়ী ছিলেন। সোমবার রাতে নিজ গৃহে তার মৃত্যু হয়।
প্রতিবেশীরা এমন খবর পার্শ্ববর্তী বোন ছকিনা বেগমকে (৭৫) জানালে, ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনাস্থলেই বোন ছকিনার মৃত্যু হয়।