ভারতকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে লজ্জার হার উপহার দিয়েছে নিউজিল্যান্ড। ভারতকে মাত্র ৯২ রানে অল আউট করে দিয়ে কিউইরা জয় পেয়েছে ৮ উইকেটে।

পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম তিনটি ম্যাচ টানা জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। সেই তিন ম্যাচেই আবার ভারতের কাছে পাত্তা পায়নি কিউইরা।

এরপর শেষের দুটি ম্যাচের জন্য বিশ্রাম দেয়া হয় কোহলি ও ধোনিকে। আর এই ভারতকে পেয়ে এবার লজ্জার এক হারই যেন উপহার দিল কিউইরা।

প্রথমে ব্যাটিং করে মাত্র ৯২ রান অল আউট হয়েছে ভারত। দলের মাত্র ৪ জন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌছলেও কেউই ইনিংস বড় করতে পারেনি। সর্বোচ্চ ১৮ রান করেছেন ১০ নম্বরে নামা যুবেন্দ্র চাহাল। ১৬ রান করেছে হার্ডিক পান্ডে। ১৫ রান করেছেন ৯ নম্বরে নামা কুলদিপ যাদব করেছেন ১৫ রান। আর ওপেনার শিখর ধাওয়ান করেছেন ১৩ রান।

নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট একাই নিয়েছেন ৫টি উইকেট। ৩টি উইকেট নিয়েছে গ্র্যান্দেহোম।

জবাবে ব্যাটিং করতে নেমে ৪টি বল খেলেই আউট হয়েছেন গাপটিল। আর চার বলেই ২টি চার ও একটি ছক্কায় ১৪ রান করে আউট হয়েছেন তিনি।

এরপর দলীয় ৩৯ রানের মাথায় ১১ রান করে আউট হয় কেন উইলিয়ামসন। তবে এই পর্যন্তই ভারতীয় বোলারদের সাফল্য। হেনরি নিকোলস ৩০ ও রস টেলরের ৩৭ রানে ভর করে বড় জয় পায় নিউজিল্যান্ড।