ভুল তথ্যে সাব্বিরকে দলে নেওয়া হয়েছে!

আচরণবিধি ভঙ্গের অপরাধে ২০১৮ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সাব্বিরকে, যেটি শেষ হওয়ার কথা আগামী ফেব্রুয়ারির শেষ দিনে। কিন্তু তার আগেই নিষেধাজ্ঞা কমিয়ে তাঁকে ফেরানো হয়েছে বাংলাদেশ দলে। সাব্বিরের নিষেধাজ্ঞা কমল কীভাবে, কোন বিবেচনায় তিনি জাতীয় দলে এলেন, এসব প্রশ্নে নানা ব্যাখ্যাই শোনা গেছে গত কদিনে।

দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, মাশরাফির দাবি করায় দলে নেওয়া হয়েছে সাব্বিরকে। পরে এক সাক্ষাৎকারে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, দাবি জানানোর এখতিয়ারই তার নেই। তিনি কেবল ক্রিকেটীয় যুক্তি দেখিয়ে দলে নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন।

তবে প্রধান নির্বাচক ও অধিনায়ক, দুজনই পরিষ্কারভাবে বলেছিলেন, সাব্বিরের নিষেধাজ্ঞা কমানোয় তাদের হাত নেই। প্রধান নির্বাচক সংবাদ সম্মেলনে জানান, বোর্ড তাদের জানিয়েছে যে জানুয়ারিতেই সাব্বিরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের যে ব্যাখ্যাটা দিলেন তাতে তিনিও কোনো দায়ভার নিতে চাইলেন না,

তিনি বলেন ‘আমি প্রতিটা বিষয়ে যেভাবে জড়িয়ে থাকি, বিশেষ করে দলের ব্যাপারে, স্কোয়াড নিয়ে। গত তিন মাস ধরে এসবের বাইরে আছি। একেবারেই হস্তক্ষেপ করছি না, এখন ওরাই সব করছে। সাব্বিরের ব্যাপারটা হচ্ছে, হতে পারে অধিনায়ক-কোচ হয়তো চেয়েছে। আগ থেকেই চাইছিল। ওকে চাইছিল বিশ্বকাপের জন্য। ওরা বলছিল যদি সে ভালো করে (নিউজিল্যান্ড সিরিজে) তাহলে বিশ্বকাপে একটা সুযোগ থাকবে। হতে পারে এই সিরিজে ওকে নাও খেলাতে পারে। দলের সঙ্গে নিয়ে গেলে হয়তো ওর মানসিকতা ঠিক হলো। “