মনাকষায় মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি ডা. শিমুল

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রথমবারের নব নির্বাচিত এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল মনাকষা ঈদগাহ মোড়ে মনাকষা জামে মসজিদের নির্মাণ কাজের উদ্ধোধন করেছেন।

ঈদগাহ মোড়েই ডা. শিমুলের বাসস্থান। শুক্রবার জুমআর নামাজের পর এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের নিয়ে তিনি নতুন এ মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

পূর্বের মসজিদটি পুরাতন হয়ে যাবার কারণে সেটি ভেঙে নতুন ভাবে আকর্ষনীয় এ মসজিদের কাজ শুরু হলো। পরে সকলে মঙ্গল কামনায় দোয়া করা হয়। আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠণের নের্তৃবৃন্দ এ-সময় উপস্থিত ছিলেন।