মহেশপুরে যুবকের হঠাৎ আগুনে ঝাঁপ

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে আগুনে পুড়ে রবিন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সে মহেশপুর উপজেলার হুদা-শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। আজ সোমবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাতে খড়-কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছিল। হঠাৎ আগুনে ঝাঁপ দেয় রবিন। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সোমবার সন্ধ্যার দিকে সে মারা যায়।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, রবিনের মৃগী রোগ ছিল। এ কারণে সে নিজেই আগুনে ঝাঁপ দিতে পারে। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে।