চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ আসরের খেলা। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। আর মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলের সঙ্গে খেলতে দারুণ উচ্ছ্বসিত ডি ভিলিয়ার্স। তাছাড়া দলের সবাইকে ভালো মানুষও বললেন ডি ভিলিয়ার্স।
এদিকে গতকাল দারুণ এক সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন ভিলিয়ার্স। আর নকআউট পর্ব তাই প্রায় নিশ্চিত। কিন্তু চুক্তি শেষ হওয়ায় দেশে ফিরতে হচ্ছে তাকে। শেষ পর্যন্ত থাকতে না পারার অতৃপ্তি ঝরে তার কণ্ঠে, ‘আমি এটা (শেষ পর্যন্ত থাকা) করতে পারলে খুব খুশী হতাম। আমি এ দলের হয়ে খেলাটা উপভোগ করছি। তারা খুব ভালো মানুষ। আমি খুবই ভাগ্যবান এ দলের হয়ে খেলতে পেরে। তারা সবাই খুব ভালো মানুষ এটা খুবই ভালো ব্যাপার।’
এ সময় তিনি আরও বলে, ‘আগে এখানে সেখানে মাঝে মধ্যেই আমি কিছুটা অস্বস্তি বোধ করতাম, কারণ সব দলই এ ধরণের নয়। এই দল অবশ্যই, আমি এখানে খুবই আরামে আছি কারণ আমরা সবাই একই ধরণের চিন্তা করি। তাই আমি ভালো মানুষদের সঙ্গে খেলতে পেরে খুবই উপভোগ করছি।’
কিন্তু তারপরও রংপুরকে বিদায় জানাতে হচ্ছে তার। কারণটাও ব্যাখ্যা করেন এ বিধ্বংসী ব্যাটসম্যান, ‘আমার খেলা থামিয়ে দেওয়ার অন্যতম কারণ আমাকে খুবই ব্যস্ত রাখছিল। এটা অবশ্যই খুব জরুরী হলো আমার পরিবার ও ক্রিকেট খেলার মাঝে ভারসাম্য আনা। পরিবার আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।’
‘আর এ কারণেই আমি এভাবে শিডিউল তৈরি করেছি। আমি যখন করেছি তখনও সবাই এ নিয়ে আলোচনা করেছিল কিন্তু আমার মনে হয় দুই ছেলে এবং আমার স্ত্রীর কাছে ফিরে যাওয়া উচিৎ। আর এ কারণেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। যাতে আমি তাদের সময় দিতে পারি।’
তিনি বলেন, ‘আমি মনে করি আগামী বছরে আমি আবার যখন আসব আমি ভালো পরিকল্পনা নিয়ে আসব। নিশ্চিত করব যাতে আরও লম্বা সময় থাকতে পারি হয়তো নকআউট পর্বে কিংবা আরও কিছু।’
এদিকে মিডল অর্ডার ব্যাটসম্যানদের মূল দায়িত্ব থেকে ম্যাচ ফিনিশ করে আসা। আর সে কাজটা বেশ দারুণভাবেই করেছেন ভিলিয়ার্স। তাও ম্যাচের প্রচণ্ড চাপ সামলে। ৫ রানে দুই উইকেট হারানোর পর ম্যাচজয়ী ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ৫০ বলে করেছেন ১০০ রান। আর তাতেই তৃপ্তির ঢেঁকুর তুলেছেন তিনি।