চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ঢাকার দুই পর্ব, সিলেট ও চট্টগ্রাম পর্ব এরই মধ্যে শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার (১ ফেব্রুয়ারি) থেকে আবারো ঢাকা পর্ব শুরু হবে। এরই মধ্যে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস।
কিন্তু বিপিএলের প্লে-অফ পর্ব না খেলেই দেশে ফিরে যাচ্ছেন রংপুর রাইডার্সের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। ইনজুরিতে পড়ে দেশে ফিরে যেতে হচ্ছে তাকে। কাঁধের ইনজুরিতে ভুগছেন হেলস। তাই তিনি দেশে ফিরে যাচ্ছেন। বিষয়টি রংপুরের কোচ টম মুডি নিশ্চিত করেছেন।
মূলত রাজশাহী কিংসের বিপক্ষে রংপুরের সর্বশেষ ম্যাচেই ইনজুরিতে পড়েন হেলস। যার ফলে ফিল্ডিংয়ে দেখা যায়নি তাকে। এবার দেশে ফিরে যাচ্ছেন তিনি। চলতি বিপিএলে রংপুরের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন হেলস। ৮ ম্যাচ খেলে দুইটি অর্ধশতক ও একটি শতকে তিনি মোট ৩০৪ রান করেছেন।
এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। ১১ ম্যাচে ৭টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।