লালপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কালেগে সোহাগ হোসেন (২০) নামের একজন নিহত হয়েছে।

সে উপজেলার দুড়দুড়িয়া নতুন পাড়াগ্রামের সোহেল আলীর ছেলে ও ঐ ট্রলির চালক ছিলেন। শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে দুড়দুড়িয়া নতুনপাড়া থেকে লালপুর যাওয়ার পথে কারিগরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটিখালি ট্রলি নিয়ে উপজেলা দুড়দুড়িয়া নতুনপাড়া থেকে লালপুর যাওয়ার পথে কারিগরপাড়া নামক স্থানে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খেজুর গাছের সাথে ধাক্কালাগে।

এ সময় ট্রলির চালক সোহাগের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এব্যপারে স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্বে গাছের সঙ্গে ধাক্কা লেঘে চালকের মৃত্যু হয়।