লালমোহনে গুনীজন-কৃতিশিক্ষার্থী ও সেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে গুনীজন-কৃতি শিক্ষার্থী ও সেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সদর লালমোহন ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন ‘লালফুল’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান করাহয়। এর আগে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ফুলবাগিচা বাজারের বিভিন্ন সড়কপ্রদক্ষিণ করে।

লালফুল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরে কেক কাঁটাও অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার।

লালফুল’র সাধারণ সম্পাদক এ.এস সোহেল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমোহন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আরজু, লালমোহন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা. মো. হানিফ মাষ্টার, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান মাষ্টার, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন মিলন, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল প্রমুখ।