শ্যামনগরে সাজাপ্রাপ্ত আসামী অমেলা রানী গ্রেপ্তার

অনাথ মন্ডল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা সদর ইউনিয়নের কালমেঘা গ্রামের মনোরঞ্জন মন্ডলের স্ত্রী অমেলা রানী মন্ডলকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।

১ জানুয়ারি মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি থেকে পুলিশের উপ-পরিদর্শক রোকন মিয়া তাকে গ্রেপ্তার করে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ২৪৮/১৫ নং মামলায় ৩ বছর সশ্রম কারাদন্ড ও ২৫হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।