শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা

নোমান মাহমুদ, সাভার (ঢাকা) প্রতিনিধিঃ গত কয়েকদিনের মত আজও (৯ই ডিসেম্বর) সাভারে সদ্য ঘোষিত মজুরী কাঠামো নিয়ে পোষাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শ্রমিকসহ অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে চলমান এই শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ার অন্তত ৫০ টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সাভারের উলাইলে স্ট্যান্ডার্ড গ্রুপ ও আল মুসলিম গ্রুপের শ্রমিকরা বেতন বৈষম্যের অভিযোগে কর্মবিরতি শুরু করে। পরে পার্শ্ববর্তী আনলিমা অ্যাপারেলস লিঃ এর শ্রমিকরা গতকাল তাদের এক শ্রমিক নিহতের ঘটনার জের ধিরে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।

এ সময় ধাওয়া দিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়িয়ে দেয় পুলিশ। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আবারো ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।

অন্যদিকে সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমান শামিম জানান, সকালে উলাইল এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

পরে একই এলাকার আল মুসলিম পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বেশ কয়েক জন পুলিশ সদস্য আহত হয়েছেন।