তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টারের এক দশকপূর্তী উৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৯টায় শহরের মহসিন অডিটোরিয়াম হতে একটি বর্ণাঢ্য র্যালী শহরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অডিটোরিয়ামে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে আলোচনাসভা, কেক কাটাসহ প্রতিষ্ঠানের জুলাই-ডিসেম্বর ও অক্টোবর-ডিসেম্বর ২০১৮ সেশনের প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধণা, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান সুমনদেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তী, বেগম রাসুলজানআব্দুল বারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বর্ধন, বিটিআরআই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েক আহমদ, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক অনুপ দত্ত, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্তদেব, ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপংকর দাশ, চন্দ্রনাথসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরপদার প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড কম্পিউটার পরিবারের উপদেষ্ঠা সদস্য মো. লুৎফুর রহমান, অনুজকান্তি দাশ ও সাংবাদিক এস কে দাশ সুমন। ইউনাইটেড পরিবারের উপদেষ্টা সদস্য ও দ্বারিকাপাল মহিলা কলেজের প্রভাষক জলি পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক বিশ্বরাজ ধর পাপ্পু।