খান মোঃ আসাদ উল্লাহ, মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার মাধবখালীর মুন্সির হাট যাওয়ার রাস্তাটি দিনে দিনে অকেজো হয়ে পরছে। এব্যাপারে সরকারী কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
রাস্তাটি ব্যবহার করেই মুন্সির হাট সংলগ্ন মাধবখালী গ্রামের বাসিন্দারা বরিশাল-বরগুনা মহাসড়কে আসা-যাওয়া করেন। স্থানীয় নিউ মার্কেট বাজার থেকে মুন্সির হাট ও ভিকাখালি বাজারে যাওয়ার এটাই সবচেয়ে সহজ ও গুরুত্বপূর্ণ রাস্তা।
তবে বর্তমানে স্থানীয় নিউ মার্কেট থেকে শৌলজালিয়া শ্রীমন্ত নদীর কূল পর্যন্ত রাস্তাটির পিচ ঢালাই রাস্তার সংস্কার কাজ শুরু হলেও মুন্সীর হাট যাওয়ার বাকী রাস্তাটুকুর কাজ শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
শ্রীমন্ত নদীর কূল ঘেষে বয়ে চলা এই রাস্তাটিতে ইট বিছানো হয়েছে প্রায় ১৫ বছর আগে। এরপর আর সংস্কারের মুখ দেখেনি রাস্তাটি। নদীর কূল ঘেষে চলার কারণে দাপ্তরিকভাবে রাস্তাটি বেড়িবাঁধ হিসেবে বিবেচিত। আর একারণে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না।
সংস্কারের অভাবে রাস্তাটিতে যানবাহন চলাচল প্রায় বন্ধের পথে। মাঝে দুএকটা মোটরসাইকেল, রিক্সা ও অটো দেখা যায়। রাস্তার বেহাল দশার কারণে রাস্তায় যানবাহন চালাতে অপারগ চালকরা। যদি কেউ রিক্সা, অটো বা মোটরসাইকেল ভাড়া করেও ঐ রাস্তায় ঢুকতে চায় তাকে ভাড়া হিসেবে গুনতে হয় মোটা অঙ্কের টাকা।
বেড়িবাঁধ সাধারণত কিছুদিন পরপর ভেঙ্গে যায় তাই সরকার এসব রাস্তা সংস্কারে খুব বেশী মনোযোগী হয় না। তবে বেড়িবাঁধ হওয়া সত্ত্বেও এ রাস্তাটি টিকে আছে যুগযুগ ধরে। তাই এ রাস্তাটিকে একান্ত একটা বেড়িবাঁধ হিসেবে বিবেচনা না করে সংস্কারের জন্য সরকারী উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবী।