সাহিদুর রহমান, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ১৭০ পিছ ইয়াবাসহ রাজিব মিয়া (২৩)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। সে উপজেলার মহাদান ইউনিয়নের কাজিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
সোমবার রাত সাড়ে এগারোটায় মহাদান মন্ডলবাড়ি ইটভাটা সংলগ্ন ব্রীজপাড় থেকে গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
সরিষাবাড়ী থানার ও সিমাজেদুর রহমান জানান, ‘তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।’