সিলেটের কানাইঘাট উপজেলায় মাটির দেওয়াল ভেঙ্গে মর্মান্তিক ভাবে বৃদ্ধার মৃত্যু

আবুল হাসনাত, কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কালীজুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুছব্বিরের স্ত্রী সাহিদা বেগম (৫০) নিজ বসত ঘরের মাটির দেয়াল ভেঙ্গে পড়ে মৃমুর্ষ অবস্থায় আহত হন।

পরে পরিবারের লোকজন দীর্ঘ ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কানাইঘাট উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার ১লা জানুয়ারী সকাল ১১টায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃত সাহিদা বেগমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাহিদা বেগমের লাশ কানাইঘাট থানা পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে সাহিদা বেগমের স্বামী আব্দুল মুছব্বির জানান, তিনি জরুরী কাজে বাজারে গেলে বাড়ী থেকে ফোন দিয়ে এ ঘটনার খবর দিলে বাজার থেকে এসে এ ঘটনা দেখা পরে একটি গাড়ী করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা সাহিদা বেগমকে মৃত ঘোষণা করেন।