আবুল হাসনাত, কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ওপরই আস্থা রেখেছেন সিলেটের মানুষ।
৩০ তারিখ জাতীয় সংসদ অনুষ্ঠিত নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছেন আওয়ামী লীগে মনোনীত প্রার্থীরা। অপর আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না, মহাজোটের শরিক জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বীতা করেছিল। এই আসনে বিগত সাংসদ এহিয়া চৌধুরীর লাঙ্গল প্রতীককে হারিয়ে জয় পেয়েছেন গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে মুকাব্বির খান|
সিলেটর সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আসনটি সিলেট-১ (সিলেট সিটি, সদর) আসন এই আসনে যে দলের প্রার্থী পাশ করে সেই দলই দল গঠন করে | একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ব্যাতিক্রম নয়|
সিলেট-১ আসনে ১লাখ ৭৯হাজার ৯৮৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকা প্রতীকের ড. এ কে আব্দুল মোমেন। মোট ভোট পেয়েছেন ৩লাখ ১হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন ১লাখ ২১হাজার ১৯ ভোট।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরাম নেতা মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন ৬৭হাজার ৪২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ডাব প্রতীকে পেয়েছেন ৩০হাজার ৪৪৯ ভোট।
সিলেট-৩(বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা) আসনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে বিএনপির শফি আহমদ চৌধুরীকে পরাজিত করেছেন আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১লাখ ৭৭হাজার ৫০৭ ভোট, ধানের শীষে শফির ভোট ৭৯হাজার ৮৬৫ ভোট।
সিলেট-৪ (জৈন্তয়া-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-) আসনে বিএনপির দিলদার হোসেন সেলিমকে ১লাখ ৩১হাজার ২০৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন আওয়ামী লীগের ইমরান আহমদ। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২লাখ ২৩হাজার ৬৭৭ ভোট, ধানের শীষে সেলিম পেয়েছেন ৯২হাজার ৪৭৩ ভোট।
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে নৌকা প্রতীকে ৬৮হাজার ২৩১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন হাফিজ আহমদ মজুমদার। তিনি পেয়েছেন ২লাখ ৭হাজার ১৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় ঐক্যজোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ১লাখ ৩৮হাজার ৯৬০ ভোট।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ৮৭ হাজার ৯২৬ ভোটের ব্যবধানে ফের বিজয়ী হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১লাখ ৯৬হাজার ১৫ ভোট। এ আসনে ধানের শীষ প্রতীকে ফয়সল আহমদ চৌধুরী ১লাখ ৮হাজার ৮৯ ভোট।