সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক তদন্ত তাজুল ইসলাম, এমপি’র প্রতিনিধি প্রভাষক রাকিব মো: হাদিউল ইসলাম, ডি ডাব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, মহিলা কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, নজমুল হুদা, ইব্রাহিম খলিলুল্ল্যাহ, মোখলেছুর রহমান, নাফিউল ইসলাম জিমি, উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি নুরে আলম মানিক, পৌর আ’লীগ সভাপতি আহসানুল করিম চাদ, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম মঞ্জু প্রমূখ।

সভায় বাল্য বিয়ে, মাদক, চুরি, ছিনতাইসহ নানাবিধ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।