সুন্দরগঞ্জে ম্যাজিক থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে চলন্ত টাটা ম্যাজিক থেকে পড়ে গিয়ে ফয়জার রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সন্নিকটে এ দুর্ঘটনা ঘটেছে।

এ সময় ফয়জার রহমান তার মেয়ে ফরজানাকে জোর পূর্বক সুবর্ণদহ গ্রামের স্বামীর বাড়ি থেকে নিজ বাড়ি উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামে নিয়ে যাবার সময় এ দুর্ঘটনার শিকার হন ফয়জার রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফয়জার রহমান পশ্চিম সোনারায় গ্রামের শমসের মন্ডলের ছেলে। তার মেয়ে ফারজানা বগুড়ায় নার্সিংয়ে অধ্যায়ন করার এক পর্যায়ে ভালবেসে গোপনে বিয়ে করে সুবর্ণদহ গ্রামে স্বামীর বাড়িতে ছিল। সেখান থেকে আনার সময় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুস সালাম বসুনিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এ রিপোর্ট লেখা পৌণে ৮টা পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি বলে থানা সুত্রজানায়।