সুন্দরগঞ্জ মহাজোটের শামীম নির্বাচিত

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোট মনোনীত প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ১লাখ ৯৭হাজার ৫’শ ৫৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার (ধানের শীষ) পেয়েছেন ৬৫হাজার ১’শ ৭৩ ভোট।

রবিবার ভোট গ্রহণ শেষে রাত ১০ টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী ফলাফল ঘোষণা দেন। এ আসনে ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ১’শ ১১টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১১ জন প্রার্থী পারস্পারিক প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোট সংখ্যা ৩লাখ ৩৯হাজার ১’শ ৪৯। এর মধ্যে ৭৯দশমিক ৮০ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, গণফ্রন্ট (মাছ) মনোনীত শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মনোনীত আশরাফুল ইসলাম খন্দকার, গণতন্ত্রীপার্টি (কবুতর) মনোনীত আবম শরিয়তুল্লাহ্ মাষ্টার, বংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) মনোনীত আলহাজ্ব হাফিজুর রহসান সর্দার, বাংলাদেশ মুসলিম লীগ (হ্যাঁরিকেন) মনোনীত গোলাম আহসান হবীব মাসুদ, স্বতন্ত্র প্রার্থী আফরুজা বারী (আপেল), সাবেক এমপি কর্ণেল (আবঃ) ডাক্তার আব্দুল কাদের খাঁন (কার গাড়ি) ও এমদাদুল হক (কুড়াল)।