আজ ৩০ জানুয়ারি বুধবার একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভুয়া ভোটের সংসদ’ শীর্ষক বিএনপির মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন দেয়ার দাবি করেছেন।
এ সময় মওদুদ আহমদ বলেন, ‘আজ যে সংসদ বসতে যাচ্ছে, তা জনগণের সংসদ নয়। তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। এ নির্বাচনে দেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছেন।’ তাছাআর নির্বাচনে ভোটার ও প্রার্থীদের ভোটকেন্দ্রে যেতে দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচন করেছে। এ নির্বাচনে জনগণের সম্পৃক্ততা ছিল না।’
মওদুদ আরও বলেন, ‘আমরা এ নির্বাচন প্রত্যাখ্যান করেছি। সেই সঙ্গে অবিলম্বে আরেকটি নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু। মানুষ যেন তাদের ভোটাধিকার ফিরে পায়, একটি কার্যকর সংসদ বসতে পারে।’
এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মওদুদ বলেন, ‘আমাদের নেতাকর্মীরা জেলে আছে, পালিয়ে বেড়াচ্ছেন। তাদেরকে মুক্ত করতে পারলে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আসবে।’
এ সময় বিএনপি মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।