অন্যের জানাজার ছবি পোস্ট, ২৪ ঘণ্টা না যেতেই তার মৃত্যু

গতকাল সোমবার ২৮ জানুয়ারি সকালে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর নামাজে জানাজায় অংশ নিয়েছিলেন ছাত্রলীগ কর্মী হামিদ হাসান মিশকাত। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও করেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! একদিনের ব্যবধানে সেই মিসকাতের মৃত্যুর খবর সেই ফেসবুকে পোস্ট করেছেন তারই এক বন্ধু!

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সরকারি হাজি মুহাম্মদ মহসীন কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী হামিদ হাসান মিশকাত (২২) ও তার বন্ধু সাইফুল ইসলাম রকি (২২)।

এদিকে মিশকাত লোহাগাড়া উপজেলার পূর্বকলাউজানের শহর বানুর বাপের বাড়ির এলাকার মৃত মাওলানা ওসমানের বড় ছেলে। নিহত রকি গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।

এদিকে মিশকাতের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর নামাজে জানাজায় অংশ নেয়ার কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ নুরুল আলম চৌধুরীর জানাজায়।’ ছবি পোস্ট করে লিখেছেন, বীর মুক্তিযোদ্ধা

আর সেই পোস্টে আজ মঙ্গলবার সকালে সাজিদ ইসলাম সজীব নামে মিশকাতের এক বন্ধু লিখেছেন, ‘মিশকাত কি জানতো? কিচ্ছু বলার নাই। এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। কোনো প্রশ্নের উত্তর পাবো না। আল্লাহ কারো প্রশ্নের উত্তর দিবেন না।’

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গতকাল মধ্যরাতে চন্দনাইশ দেওয়ানহাট এলাকায় ট্রাকের ধাক্কায় হামিদ হাসান মিশকাত ও সাইফুল ইসলাম রকি নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হন। ঘটনার অল্প সময়ের মধ্যেই সাইফুল ইসলাম রকি মারা যান। হামিদ হাসান মিশকাতকে প্রথমে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল এবং পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ওই যুবকের মৃত্যু হয়।’