অস্তিত্ব সংকটে নবীনগরের বুড়ি নদী, নৌ-চলাচল ব্যাহত

নাজমুল হুদা, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর শাখা বুড়ি নদী পানির অভাবে প্রায় অস্তিত্ব সংকটে পড়েছে৷

এতে নৌ-চলাচল ব্যাহত হওয়ায় জনগণের দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন নবীনগর হইতে নরসিংদী ও নবীনগর- ভৈরব, নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া এই নদী পথে প্রায় ২১টি লঞ্চ চলাচল করে।

এদিকে বিভিন্ন ইউনিয়ন থেকেও নবীনগরমুখী কয়েক’শ নৌকা প্রতিদিন আসা-যাওয়া করে।

নদীর পানি শুকিয়ে যাওয়া ও পলিমাটি দিয়ে ভরাট হয়ে যাওয়ার ফলে নৌ চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে। নদীর নাব্যতা রক্ষার্থে জরুরী ভাবে এই বুড়ি নদী কয়েক দিনের মধ্যে দ্রুতগতিতে ড্রেজিং কাজ সম্পূর্ণ না করলে গুরুত্বপূর্ণ এই নদী পথটি বন্ধ হয়ে যাবে বলে এলাকাবাসী মনে করছে।

এলাকাবাসীর দাবী জরুরী ভিত্তিতে এই নদী খননের কাজ সম্পূর্ণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।