আগামীকাল হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে মাশরাফি-সাকিব

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসর। এদিকে আগামীকাল সোমবার ২৮ জানুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস। এদিকে রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস ম্যাচ মানেই ভরপুর উত্তেজনার দারুণ এক প্যাকেজ। মিরপুরে প্রথমপর্বে হেভিওয়েট দুটি দল মুখোমুখি হতেই জমে ওঠে বিপিএলের ষষ্ঠ আসর।

এবার চট্টগ্রামে আবার মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস। আগামীকাল পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামছে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর ও সাকিব আল হাসানের ঢাকা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গে টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়কের লড়াইয়ে উত্তাপ বাড়িয়েছি বিদেশি তারকাদের উপস্থিতি। যারা কিনা টি-টুয়েন্টির মাষ্টার ক্রিকেটের হিসেবে বিবেচিত।

এদিকে রংপুরে ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স খেলছেন নিয়মিত। ঢাকার বিদেশি ক্রিকেটারদের মধ্যে কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনিল নারিনও খেলছেন নিয়মিত। হযরতউল্লাহ জাজাই ও ডারউইশ রাসুলির মধ্যে একজন খেলছেন ঘুরেফিরে। মাশরাফী-সাকিবের ম্যাচে ভিন্ন এক লড়াইয়ে বিদেশিরাও।

তাছাড়া তারকায় ঠাসা দুই দলের লড়াই এমনিতেই তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ হওয়ার কথা। পয়েন্ট টেবিলের হিসেব সে সম্ভাবনার পালে যোগাচ্ছে হাওয়া। সমান ১০ পয়েন্ট নিয়ে সহাবস্থানে তারা। যদিও ঢাকা এক ম্যাচ কম খেলেছে রংপুরের চেয়ে।

তাতে অবশ্য স্বস্তি নিয়ে বসে থাকার সুযোগ নেই সাকিবদের। কেননা এখনো শীর্ষে রয়েছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংসের পয়েন্টও ১০। শেষ চারে যেতে এই পাঁচ দলের মধ্যেই লড়াইটা বেশ জমে উঠেছে।