আমার ম্যাচ সেরার পুরষ্কার তামিমকে দিব: শহীদ আফ্রিদি

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা। এদিকে দিন যতো গড়াচ্ছে ততোই জমে উঠছে বিপিএল। এদিকে আজ চিটাগংয়ের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তবে, তিনি তাঁর ম্যাচ সেরার পুরস্কার তামিমকে দিয়ে দিবেন বলে জানিয়েছেন।

এদিকে চিটাগংয়ের বিপক্ষে ৫৪ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে বড় জয় পাইয়ে দিয়েছেন তামিম ইকবাল। তাই আফ্রিদির চোখে ম্যাচ সেরা তামিমই। তাই তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানিয়েছেন। এ ব্যাপারে আফ্রিদি বলেন, ‘আমি আমার ম্যাচ সেরার পুরষ্কার তামিমকে দিব। ভালো শুরু খুব গুরুত্বপূর্ণ।’

এদিকে টানা জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দল হিসেবে পারফর্মেন্স করতে পারায় দারুণ খুশি আফ্রিদি। তাছাড়া ভালো খেলতে হলে পারফর্মেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার বিকল্প দেখছেন না তিনি। দলে যদি লেগ স্পিন, গুগলি ও ফ্লিপার করার মতো বোলার থাকে তবে তা কাজে দিবে বলে বিশ্বাস আফ্রিদির।

আফ্রিদির বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দল হিসেবে ভালো খেলছি। ভালো খেলতে হলে আমাদের পারফর্মেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনাকে দক্ষ হতে হবে। আপনার যদি লেগ স্পিন, গুগলি ও ফ্লিপার থাকে এটা সাহায্য করবে।’