আলিসের পর হ্যাটট্রিক করলেন ওহাব রিয়াজ

ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্সের মধ্যকার বিপিএলের প্রথম দেখায় হ্যাটট্রিক করেছিল আলিস। ঢাকার এই স্পিনারের হ্যাটট্রিকেই সেদিন রংপুর হেরেছিল ২ রানে। নিশ্চিত জিতা ম্যাচটি হেরেছিল আলিসের কাছেই।

এরপর বিপিএলে অনেকেই হ্যাটট্রিকের খুব কাছে পৌছালেও হ্যাটট্রিক করতে পারেনি কেউই। তবে অপূর্নতা ঘোচালেন কুমিল্লার পেসার ওহাব রিয়াজ। আজ খুলনা টাইটান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।

খুলনার ইনিংসের ১৯তম ওভারের তৃতীয় বলে ডেভিড ভিসেকে আউট করেন ওহাব রিয়াজ। সাইফ উদ্দিনের হাতে ক্যাচ দিয়ে ফেরত যান তিনি।

চতুর্থ বলেই তিনি ফেরত পাঠান তাইজুল ইসলামকে। সরাসরি বোল্ড করে তাইজুলকে ফেরত পাঠান তিনি। এরপর হ্যাটট্রিক বলে তিনি ফেরত পাঠান সাদ্দাম হোসেনকে। আর তাতেই শেষ হয়ে যায় খুলনার ইনিংস।