আল্লাহ মাফ করুক, এ কথা বলবেন না: মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চলতি বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। সম্প্রতি ক্যারিয়ার, বোলিং, ইনজুরি ইত্যাদি বিষয় নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

অধিনায়ক হবার পর ইনজুরির কারণে একটি ম্যাচও মিস করেননি তিনি। তাই বারবার ইনজুরিতে আক্রান্ত মাশরাফি বিশ্বকাপ নিয়ে আশাবাদী। অধিনায়ক হওয়ার পর দেশে ৬৬টি ওয়ানডে খেলেছেন, যার মধ্যে মাত্র তিনটিতে খেলেননি তিনি।

যদিও ওই তিনটি ম্যাচ না খেলার কারণ ছিল ধীরগতির ওভাররেটে নিষেধাজ্ঞার আশঙ্কায়। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৫ সালে পাকিস্তান এবং ২০১৭ সালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ।

এত ইনজুরির পরেও নিজেকে প্রতিটি ম্যাচের জন্য ফিট রেখেছেন মাশরাফি। এ পর্যন্ত দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচার করিয়েছেন।

বিষয়টি নিজে কথা বলতে চাইলে মাশরাফি হেসে দিয়ে বলেন, আল্লাহ মাফ করুক, এ কথা বলবেন না। নজর দিয়েন না…।

তিনি বলেন, আমি সবকিছু রুটিন মেনে করার চেষ্টা করেছি। সঙ্গে ভাগ্যও পক্ষে ছিল৷ ভাগ্য না থাকলে আসলে এটি সম্ভব না।