ইমরুল বাদ পড়ার কোন কারণ দেখছি না: পাপন

বিসিবি সভাপতি নামজুল হাসান পাপন জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দল হবে ১৬ সদস্যের। এ ক্ষেত্রে ইমরুল দলে অন্তর্ভুক্ত হলেও কেউ বাদ পড়বে না।

বিসিবি সভাপতি বলেন, ‘আমি এখন পর্যন্ত ইমরুল বাদ পড়ার কোন কারণ দেখছি না। এখন যেটা হয়েছে, আরেকজন তো (দলে) যুক্ত হবে। আমি দু’য়েকজনের সাথে কথা বলেছি। ওরা সকলেই বলেছে, ইমরুলের কী হল সেটা জানার জন্য…, ১৬তম সদস্য কে হচ্ছে। তো তারা বলেছে, ইমরুলের ওখানে আসার সম্ভাবনাই বেশি। টেস্টের দলে থাকবে কিনা নিশ্চিত না তবে ওয়ানডেতে সে থাকবে শিউর।’

আগামী ৬ ও ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ওয়ানডে দল নিউজিল্যান্ডে যাবে। ১৩ তারিখে নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরই মধ্যে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। তবে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার পর থেকে সমালোচনা সামলাতে হচ্ছিল বিসিবিকে। ইমরুলকে বাদ দেয়ায় চারদিকে সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে ওয়ানডে দলে সুযোগ পান।