ইসলামপুরে ঘোড়া দৌড় ফাইনাল খেলা অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর বেলগাছা ইউনিয়নের জারুলতলাবাজার সংলগ্ন ধনতলা গ্রামে আয়োজিত ঘোড়া দৌড় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বেলগাছা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম ও সাবেক মেম্বার সুরুজ্জামানের আয়োজনে রবিবার দুপুরে জারুলতলা বাজার সংলগ্ন ধনতলা ফসলি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন তোতার সভাপতিত্বে সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আঃ সালাম, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক এড.জামান আবদুন নাছের বাবুল, যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক প্রমূখ বক্তব্য রাখেন।

এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবু রহমান শাহিন চৌধুরী, শাহজাহান সরকার, সাংগঠনিক সম্পাদক জুবায়দুর রহমান দুলাল, অধ্যক্ষ আঃ খালেক আকন্দসহ আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

জানাগেছে, প্রতিযোগীতায় ৫০টি ঘোড়া কয়েকটি গ্রুপ দাপট দৌড়” কমদ দৌড় অংশ নেয়। এতে তিনটি দাপট দৌড়ে মাদারগঞ্জ উপজেলার সুমন মিয়া উপজেলার সাজিমারা গ্রামের হাফেজ আলী ও গোয়ালের চরইউনিয়নের শুভ মিয়া বিজয়ী হন। কদম দৌড়ে সরিষাবাড়ী উপজেলার আশরাফ আলী, আজিজুল হাজী, সিহাব মিয়া, সোহাগ মিয়া, মাহমুদপুর, মহিষবাতান গ্রামের ভিক্ষু মিয়া, বকসীগঞ্জ খয়েদির চর গ্রামেরমন্টু মিয়া, মাইছেনি চর গ্রামের আনোয়ার হোসেন, দাবার চরের ভ’লু সওদাগর, কলকি হারা গ্রামের নামাজি শেখ, সাদা মিয়া ও খলিলুর রহমান বিজয়ী হন।

অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন। ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান আনছারীর সঞ্চালনায় দীর্ঘ একমাস ঘোড়দৌড় প্রতিযোগীতা দূর-দুরান্ত থেকে ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অনেক সওয়ার অংশ গ্রহন করেছিল।