উত্তরবঙ্গ কাঁপিয়ে শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ

আবহাওয়াবিদরা বলছেন, গেল বছর জানুয়ারির মাঝামাঝি তাপমাত্রা কমে বেশ কমে এসেছিলো।

চলতি মাসে অন্তত দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে এবার তাপমাত্রা চার ডিগ্রি থেকে কমে দুইয়ের ঘরে নেমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, বর্তমানে চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতল বাতাসের কারণে দেশের বিভিন্ন জায়গায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, ‘রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের তাপমাত্রাও শনিবার থেকে কমতে শুরু করবে। শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।’