উলিপুরে জন প্রতিনিধিসহ ৮ জুয়াড়ি আটক

হাফিজুর রহমান সেলিম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় জন প্রতিনিধিসহ ৮ জুয়াড়–কে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে, বুধবার (১৬ জানুয়ারী) গভীর রাতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগদাহ গ্রামে। এ ঘটনায় ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) বিকালে প্রত্যেকের ১শ ৫০ টাকা করে জরিমানা করেছেন।

জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগদাহ গ্রামে বুধবার গভীর রাতে জনৈক জলিলের বাড়িতে জুয়ার আসর বসালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল (৫৬) একই এলাকার মনির উদ্দিনের পুত্র মোজাম্মেল হক (৪২), সেকেন্দার আলীর পুত্র সিদ্দিকুর রহমান সাজু (৫১), বক্তার আলীর পুত্র খয়বর আলী (৩৮), নজির হোসেনের পুত্র আবুল কালাম (৩৫), ওমর আলীর পুত্র আলাল মিয়া(৩০), মোসলেম আলীর পুত্র আব্দুল হালিম (৩০), বাবর আলীর পুত্র আবুল তালেব (৩৫) কে আটক করেন।

পরে বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল কাদের ভ্র্যাম্যমান আদালত বসিয়ে বঙ্গীয় জুয়া আইনে প্রত্যেক জুয়াড়িকে ১শ ৫০ টাকা করে জরিমানা করেন।